Outsiders often have an insight that an insider doesn't quite have. It’s as basic as this, If you need to be altogether educated about all that is making news and all that is not in the nation, read up!
আইপিডিসি ফাইন্যান্সের এমডি ও সিইও মমিনুল ইসলাম অর্জন করেছেন অ্যাডফিয়াপ (দ্য অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং ইনস্টিটিউশন ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক) প্রদত্ত ‘আউটস্ট্যান্ডিং সিইও অ্যাওয়ার্ড’। সম্প্রতি ওমানের মাসকাটে শেরাটন ওমান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়। প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ অবদান রাখায় তিনি এ স্বীকৃতি পেয়েছেন।
মমিনুল ইসলামের নেতৃত্বে আইপিডিসির সম্পদ ৪,৩২৫ মিলিয়ন টাকা থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৪,৩২৫ মিলিয়ন টাকা। আয় বৃদ্ধি পেয়ে ২৬৬ মিলিয়ন টাকা থেকে ১,৮৭৫ মিলিয়ন টাকা হয়েছে। জনসম্পদ বেড়ে ৯৫ থেকে হয়েছে ৫৯৯ এবং সর্বোপরি নন-পারফর্মিং লোন (এনপিএল) ১৩.০৪ শতাংশ থেকে কমে নেমে এসেছে ২.১৪ শতাংশে। দেশের আর্থিক খাতের সর্বকনিষ্ঠ সিইও হিসেবে তিনি আইপিডিসির সংকটময় অবস্থান পরিবর্তন করে দেশের অন্যতম নন-ব্যাংকিং ফিন্যানশিয়াল ইনস্টিটিউশনে (এনবিএফআই) পরিণত করেছেন।
২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত তাঁর অধীনে আইপিডিসি ব্যবসা সম্প্রসারণ এবং সর্বাধিক এনপিএল হারের প্রতিষ্ঠানগুলোর তালিকা থেকে সর্বনিম্ন এনপিএল হারের প্রতিষ্ঠানগুলোর তালিকাভুক্ত হওয়ার মাধ্যমে ব্যাপক অগ্রগতি অর্জন করেন। এ অর্জন নিয়ে মমিনুল ইসলাম বলেন, ‘নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষুধা মেটাতে আমি সম্পূর্ণ নতুন একটি পরিবেশে চেঞ্জ এজেন্ট হিসেবে কাজ করতে প্রলুব্ধ ছিলাম।’