জয়ী হবার লক্ষ্যে


নারী উদ্যোক্তাদের জন্য আইপিডিসি ফাইন্যান্স
নিয়ে এসেছে স্বল্প ও দীর্ঘ মেয়াদী ঋণের সুবিধা।


অ্যাক্সেস টু বিজনেস সাপোর্ট

নারী উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরু করার প্রস্তুতি সংক্রান্ত তথ্যাবলি, ট্রেড লাইসেন্স, বিভিন্ন বৈধ কাগজপত্র কীভাবে তৈরি করা যায় ইত্যাদি সম্পর্কে পরামর্শ সেবা নেওয়ার ব্যবস্থাও করে দিয়ে থাকে ‘আইপিডিসি জয়ী’।

অ্যাক্সেস টু মার্কেট

নারী উদ্যোক্তারা যেন তাদের পণ্য সঠিক ক্রেতা বা মার্কেটের অ্যাক্সেস পায়, ক্রেতাদের সাথে যোগাযোগ স্থাপন করে তাদের চাহিদা সম্পর্কে জানতে পারেন এবং নিজেদের নেটওয়ার্কিং বাড়িয়ে উদ্যোগকে আরও সফলতার দিকে এগিয়ে নিতে পারেন এজন্য ‘জয়ী’ বিভিন্ন উদ্যোক্তা মেলা, ইভেন্ট ইত্যাদির আয়োজনে অর্থায়ন করে থাকে।

অ্যাক্সেস টু ফাইন্যান্স

নারী উদ্যোক্তাদের যেন চলার পথে আর্থিক যোগান বন্ধ হয়ে না যায়, সেই বিষয়টি খেয়াল রাখতে ‘আইপিডিসি জয়ী’ প্রদান করে জামানতবিহীন উদ্যোক্তা লোন।

অ্যাক্সেস টু ক্যাপাসিটি ডেভেলপমেন্ট

শুধু পণ্য বিক্রির সুযোগ করে দেওয়াই নয়, নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ট্রেনিং, অফলাইন ব্যবসা ছাড়াও অনলাইনে ব্যবসা প্রসারের জন্য ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কমার্স বিষয়ক বিভিন্ন ধারণা দিতে কর্মশালাসমূহ পরিচালনার উদ্যোগে সামিল হয় ‘আইপিডিসি জয়ী’।

নারী উদ্যোক্তাদের জন্য বিশেষায়িত
মিরপুর উপশাখা 'জয়ী 360'


ঢাকার মিরপুরে অবস্থিত জয়ী 360 নারী উদ্যোক্তাদের জন্য আইপিডিসি ফাইন্যান্স-এর একটি বিশেষায়িত উপশাখা। ‘জয়ী 360’ উপশাখায় ‘জয়ী আলাপন’ নামে একটি বিশেষ মিটিং স্পেসের ব্যবস্থা রাখা হয়েছে যেটি ‘জয়ী’ গ্রাহকরা তাদের ব্যবসায়িক মিটিং পরিচালনার জন্য বুকিং দিয়ে ব্যবহার করতে পারবেন। এছাড়া উদ্যোগ বিষয়ে নিয়মিত কর্মশালা ও ট্রেনিং পরিচালনা করতে এখানে থাকছে ‘জয়ী পাঠশালা’ নামে বিশেষ কার্যক্রম। এছাড়া, এই উপশাখায় আইপিডিসি’র অন্যান্য নিয়মিত প্রোডাক্ট যেমন ডিপোজিট, হোম লোন, অটো লোনসহ সমস্ত সেবা চালু থাকবে।


সৃষ্টিশীলতায় সেরা জয়ী


জয়ীদের গল্প


আলাপন


জয়ী আলাপন Meeting Room Booking Form

জয়ী আলাপন

‘জয়ী 360’ উপশাখায় ‘জয়ী আলাপন’ নামে একটি বিশেষ মিটিং স্পেসের ব্যবস্থা রাখা হয়েছে যেটি ‘জয়ী’ গ্রাহকরা তাদের ব্যবসায়িক মিটিং পরিচালনার জন্য বুকিং দিয়ে ব্যবহার করতে পারবেন

পাঠশালা


জয়ী পাঠশালা

‘জয়ী পাঠশালা’, একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি করতে পরিচালিত হয় বিভিন্ন কর্মশালা।

জয়ী পাঠশালা Training Session Request Form