IPDC Finance Limited, in collaboration with The Daily Star, hosted the 7th edition of the 'Unsung Women Nation Builders Awards at the Krishibid Institution Bangladesh (KIB) in Dhaka.
This event recognised five extraordinary women nationwide for their vital contributions to social change and economic development.
This year's honorees include Mst. Suraya Farhana Resma from Rajshahi, Nacima Akter from Jashore, Titu Paul from Cox's Bazar, Alpona Rani Mistry from Satkhira, and Hlakrayprue Kheyang from Bandarban. These women have shown remarkable strength, resilience, and dedication to improving their communities and inspiring others.
The event was graced by distinguished guests, including Ariful Islam, chairman of IPDC Finance Limited; Rizwan Dawood Shams, Managing Director of IPDC Finance Limited; Mohammad Iqbal Chowdhury, Director of IPDC Finance Limited; and Mahfuz Anam, Editor and Publisher of The Daily Star, among others.
Rizwan Dawood Shams, Managing Director of IPDC Finance Limited, emphasised recognising grassroots women leaders. He said, "Women in Bangladesh have made remarkable strides in political and economic spheres over the last three decades. We are honoured to celebrate these women who have contributed significantly to the development of our country. Their stories of determination and resilience will inspire many. IPDC is committed to empowering women, breaking barriers, and building a society where every woman is valued, respected, and given the opportunity she deserves."
Mahfuz Anam, Editor of The Daily Star, added, "We are proud to honour these women who often remain unrecognised despite their invaluable contributions at the grassroots level. Their unwavering spirit and dedication exemplify the true essence of leadership, and I believe their stories will motivate women across the country."
Since 2017, IPDC Finance Limited and The Daily Star have awarded the 'Unsung Women Nation Builders Awards' to women who play a vital role in the socio-economic progress of Bangladesh. With the latest five winners in this edition, the total number of women who have received this prestigious recognition now stands at 47.
আইপিডিসি ‘আনসাং উইমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড ২০২৩’ অনুষ্ঠিত
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এবং দ্য ডেইলি স্টারের উদ্যোগে সমাজ পরিবর্তনে ভূমিকা পালনকারী দেশের তৃণমূল পর্যায় থেকে উঠে আসা সংগ্রামী নারীদের সম্মাননায় ‘আনসাং ওমেন ন্যাশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ আয়োজিত হয়। আজ (০৯ সেপ্টেম্বর) ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ-এ অনুষ্ঠিত এর ৬ষ্ঠ আসরে তেমনই পাঁচজন নারীকে সম্মাননা প্রদান করা হয়।
এ বছর <সংখ্যা> মনোনয়ন জমা পড়ে এবং বিজ্ঞ জুরি বোর্ড দেশের প্রতি অবদানের ভিত্তিতে তাদের নির্বাচিত করেন। বিজ্ঞ জুরি বোর্ডের সদস্য ছিলেন; রাজশাহীর মোছা. সুরাইয়া ফারহানা রেশমা, যশোরের নাসিমা আক্তার, কক্সবাজারের টিটু পাল, সাতক্ষীরার আলপনা রানী মিস্ত্রি ও হ্লাক্রয়প্রু খেয়াং।
অ্যাওয়ার্ড প্রদানকালে রিজওয়ান দাউদ সামস বলেন, “এই নারীরাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। আইপিডিসি ফাইন্যান্স এই নারীদের ক্ষমতায়নে বিশ্বাসী এবং তাদের এই অবদানগুলোর স্বীকৃতি প্রদানে সদা প্রস্তুত। তাদের গল্পগুলো তুলে ধরে দেশের জনগণকে অনুপ্রাণিত করতে এবং দেশব্যাপি ইতিবাচক পরিবর্তনে সবাইকে উদ্বুদ্ধ করতে আমরা প্রতিবছর এই উদ্যোগটি অব্যাহত রাখবো।”
২০১৭ সাল থেকে প্রতিবছর এমন সংগ্রামী নারীদের দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অসামান্য ভূমিকা রাখার জন্য ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ডস’ প্রদান করে আসছে আইপিডিসি ও ডেইলি স্টার। এ পর্যন্ত ৪২ জন নারী এই অ্যাওয়ার্ড পেয়েছে।