IPDC Green Banking Policy

আইপিডিসি গ্রিন ব্যাংকিং

পরিবেশগত ভারসাম্য ও সমাজ সুরক্ষার লক্ষ্যে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড পরিবেশ সংরক্ষণ নীতি মেনে চলার ক্ষেত্রে বদ্ধ পরিকর এবং সেই সাথে আগামীতে মানব সভ্যতা ও সকল প্রাণ যেন ঠাঁই পায় এক নিরাপদ, সবুজ বিশ্বে।

ব্যবসার জগতে কৌশল গঠনের একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হলো সাস্টেইনেবিলিটি। এই মতাদর্শকে উন্নীত রেখে আইপিডিসি সর্বশক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে।

আইপিডিসি বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং নির্দেশিকা বাস্তবায়নে শুধুমাত্র অগ্রণী আর্থিক প্রতিষ্ঠানই নয় বরং অর্থায়ন ও বিনিয়োগ নীতির জন্য বেশকিছু নতুন সুবিধা গ্রহণ করেছে। শক্তিশালী,সফল এবং লো-কার্বন অর্থনীতি তৈরির লক্ষ্যে পোর্টফলিও ম্যানেজমেন্টে ও এনেছে বেশ কিছু পরিবর্তন।

আইপিডিসি সম্পূর্ণরূপে একটি গ্রিন ব্যাংকিং ইউনিট প্রতিষ্ঠা করেছে। এটিগ্রিন ব্যাংকিং এরনকশা স্থাপন, মূল্যায়ন ও কার্যক্রম ব্যবস্থাপনা সহ সকল প্রকার কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত।

গ্রিন ব্যাংকিং –এর পথে আমাদের অগ্রযাত্রা

Loading pages...

আইপিডিসি গ্রিন ব্যাংকিং প্রতিবেদন


আইপিডিসি গ্রিন ফাইন্যান্সিং

 

আইপিডিসি সমাজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাই সিএসআর এই কোম্পানির কার্যক্রমের এক অবিচ্ছেদ্য অংশ।
বিভিন্ন অগ্রগামী কার্যকলাপের মাধ্যমে আইপিডিসি দেশের অসংখ্য মানুষের আর্থ-সামাজিকউন্নয়নেঅগ্রণীভূমিকাপালনকরছে।

IPDC GREEN FINANCING