জনাব সামিউল হাশিম আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর লিগ্যাল প্রধান এবং একজন কোম্পানি সেক্রেটারি। বোর্ড ও বোর্ড অডিট কমিটির সেক্রেটারি হওয়ার পাশাপাশি জনাব হাশিম বোর্ড এক্সিকিউটিভ কমিটির সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেন। আইনী সেবা ও কোম্পানি সম্পর্কিত বিষয়াদিতে জনাব হাশিমের আছে ১১ বছরের কর্ম অভিজ্ঞতা।
এছাড়াও জনাব হাশিমের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আইন, কোম্পানি ও বাণিজ্যিক বিষয়, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং স্টক এক্সচেঞ্জ আইন, সম্পত্তি ও ভূমি আইন, বৈদেশিক মূদ্রা বিনিময় আইন, আন্তর্জাতিক লেনদেন, আইপি আইন, সালিশি ও মধ্যস্থতা বিষয়াদি ইত্যাদিতে দক্ষতা রয়েছে।
জনাব হাশিম আইপিডিসি-তে যোগদানের পূর্বে জনাব আজমালুল হোসেন কিউসি-এর সাথে কর্পোরেট বিষয়াদি বিভাগের প্রধান এবং বিভিন্ন ব্যাংক ও কোম্পানিতে আইন উপদেষ্টা এবং প্যানেল আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।
জনাব হাশিম লিংকন’স ইন-এর একজন ব্যারিস্টার অ্যাট-ল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টেরও একজন আইনজীবী। তিনি একজন স্বীকৃত বানিজ্যিক মধ্যস্থতাকারী ও আন্তর্জাতিক ব্যবসায়িক আইন-এ এলএল.এম ডিগ্রিধারী।