জনাব রিজওয়ান দাউদ সামস বর্তমানে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে আইপিডিসি-তে কর্মরত রিজওয়ান দাউদ সামস এই দায়িত্ব গ্রহণের পূর্বে প্রতিষ্ঠানটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) হিসেবে নিয়োজিত ছিলেন। এটি ছিল আইপিডিসি’র ইতিহাসে প্রথম কারও এএমডি পদপ্রাপ্তি।
আর্থিক খাতে তাঁর রয়েছে ২০ বছরেরও বেশি সময় ধরে কাজ করার অভিজ্ঞতা। এই দীর্ঘ সময়ে জনাব সামস নিয়মতান্ত্রিকতার সাথে ঝুঁকি ব্যবস্থাপনা, রিকাভারি, টিম গঠন ও উন্নয়ন এবং অপারেশনাল কার্যাদিসহ বিভিন্ন কাজ অত্যন্ত নৈপুণ্যের সাথে সম্পন্নের অসাধারণ উদাহরণ রেখেছেন।
জনাব সামস ২০০৭ সালের ১ নভেম্বর আইপিডিসি-তে সিনিয়র ম্যানেজার হিসেবে কর্পোরেট ইনভেস্টমেন্ট বিভাগে যোগদান করেন এবং সময়ের সাথে ক্রমবর্ধমান দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠানটির আমূল রূপান্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর তত্ত্বাবধানে থাকা বিভাগগুলোর মধ্যে ছিল কর্পোরেট ব্যবসা, এসএমই, সাপ্লাই চেইন ফাইন্যান্স, ট্রেজারি এবং স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট। উল্লেখ্য, আইপিডিসি’র পোর্টফোলিয়োর ৭৫% এরও বেশি অংশ গড়ে ওঠে তাঁর অধীনে।
জনাব সামসের দূরদর্শী নেতৃত্বে ঋণ ও বিনিয়োগ পোর্টফোলিও এবং গ্রাহক আমানত উভয়ই ২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে ১০ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে এবং একই সময়ে অপারেটিং মুনাফা প্রায় ৪ গুণ বেড়েছে। দেশব্যাপী সিএমএসএমই’র প্রতি গুরুত্ব বৃদ্ধি পাওয়ায়, তাঁর সময়ে এসএমই বিভাগকে সাফল্যের সাথে নতুন রূপে ঢেলে সাজানো হয়। জনাব সামসের নেতৃত্বে আইপিডিসি’র মাধ্যমে দেশের বাজারে ২০১২ সালে সাপ্লাই চেইন ফাইন্যান্সিং (এসসিএফ)-এর আবির্ভাব ঘটে। বর্তমানে বাংলাদেশের মোট এসসিএফ মার্কেট শেয়ারের ৫০% এরও বেশি অংশ রয়েছে আইপিডিসি’র অধীনে।
ডিজিটালাইজেশন এবং পরিবর্তনশীল ব্যবসায়িক চিত্রের সাথে তাল মিলিয়ে জনাব সামসের নেতৃত্বে আইপিডিসিতে কৌশলগত বা স্ট্র্যাটেজিক বিভিন্ন উদ্যোগ চালু করা হয়। এর মোক্ষম উদাহরণ দেশের প্রথম ডিজিটাল রিটেইলার ফাইন্যান্স প্ল্যাটফর্ম- ডানা। এছাড়া ট্রেজারি সংক্রান্ত কার্যক্রমে তাঁর দক্ষতা ও নির্দেশনা পোর্টফোলিয়োর প্রবৃদ্ধি সুনিশ্চিত করেছে। তাঁর বিচক্ষণতায় রিকাভারি ও কালেকশনে অনবদ্য পারফরম্যান্স আইপিডিসি-কে রেখেছে বাজারের সর্বনিম্ন এনপিএল বা খেলাপি ঋণের হারযুক্ত প্রতিষ্ঠানগুলোর কাতারে।
আইপিডিসিতে যোগদানের পূর্বে জনাব সামস জিএসপি ফাইন্যান্স, হাবিব ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কর্মরত ছিলেন। তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং দেশের নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেন। রিজওয়ান দাউদ সামসের পেশাগত কর্মজীবন দেশ-বিদেশের অসংখ্য পুরস্কার এবং উল্লেখযোগ্য পেশাদার স্বীকৃতি দ্বারা অলংকৃত।